Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জীবিত ও সুস্থ আছেন কিম : দক্ষিণ কোরিয়া 
Monday April 27, 2020 , 6:37 pm
Print this E-mail this

তিনি কোথায় আছেন, কেমন আছেন-এসব বিষয়ে সুস্পষ্ট কোনও তথ্য না থাকায় নানা জল্পনা-কল্পনা

জীবিত ও সুস্থ আছেন কিম : দক্ষিণ কোরিয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনকে ঘিরে ধোঁয়াশা কাটছে না। তার মৃত্যু কিংবা অচেতন হয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে রবিবার (২৬ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন দাবি করেছেন, কিম জন উন ‘বেঁচে আছেন এবং ভালো আছেন’। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি, তিনি কোথায় আছেন, কেমন আছেন-এসব বিষয়ে সুস্পষ্ট কোনও তথ্য না থাকায় নানা জল্পনা-কল্পনা ডালপালা ছড়িয়েছে। জাপানি সংবাদমাধ্যমের দাবি, হার্টের অপারেশনের পর তিনি ‘অচেতন’ হয়ে গেছেন। হংকংয়ের একটি টেলিভিশনের দাবি, তিনি আসলে মারাই গেছেন। এ নিয়ে উত্তর কোরিয়া থেকে কিছু না জানানোর ফলে কোন রিপোর্ট সত্য আর কোনটা মিথ্যা বা গুজব তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা চাং রবিবার বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট…কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন। তিনি ১৩ এপ্রিল থেকে ওনসান এলাকায় অবস্থান করছেন। এখনও সন্দেহজনক কিছু মনে হয়নি।’ তিনি জানিয়েছেন, কিমের হলিডে রিসোর্টের কাছে একটি ব্যক্তিগত রেলস্টেশন আছে। সেখানে তার ট্রেনটি দেখা গেছে।উল্লেখ্য, ওয়াশিংটনভিত্তিক দল ‘প্রজেক্ট ৩৮’-এর স্যাটেলাইট উত্তর কোরিয়ার ওপর নজরদারি করে থাকে। তারা আগেই জানিয়েছে, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কিম জং উনের পরিবারের ব্যবহারের জন্য সংরক্ষিত অবকাশযাপন কেন্দ্র ওনসন কম্পাউন্ডের স্টেশনে তার ব্যক্তিগত ট্রেনটি দেখা যায়। তবে ২৫০ মিটার দীর্ঘ ওই ট্রেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু