|
আমরা যারা প্রফেশনাল জাদুকর, জাদু প্রদর্শনের মাধ্যমেই আমাদের সংসার নির্ভর, আজ আমরা বড় অসহায়
করোনা পরিস্থিতিতে জাদুশিল্পীদের বাঁচাতে বঙ্গবন্ধু কন্যার কাছে শাহীন শাহ্’র আহ্বান
মুক্তখবর বিনোদন ডেস্ক : বঙ্গকন্যা জননেত্রী, শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী আপনার নিকট অসহায় জাদুকরদের পক্ষ থেকে আমার আকুল আবেদন, যারা প্রকৃত অর্থে শুধুমাত্র জাদু দেখিয়ে জীবন নির্ভরশীল, তারা আজ বড়ই অসহায়। কারো কাছে হাত পাতার উপায় তাদের নেই, বেঁচে থাকার অবলম্বনটুকু আজ তাদের নেই। তারা অসহায় গরীব কিন্তু কারো কাছে মাথা নত করে চক্ষুলজ্জার কারণে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। একমাত্র আপনি-ই পারেন, আমাদের এই অসহায় জাদুকরদের পাশে আপনার ভালোবাসার হাতটি বাড়িয়ে দিতে। প্রিয় প্রধানমন্ত্রী, আপনি যে কতটা জাদু প্রিয় মানুষ, তার প্রমান আমি নিজেই। জাতির জনক বঙ্গবন্ধুর ৭৯ তম জন্মদিনে গণভবনে আপনার সামনে আমি যখন ম্যাজিক দেখিয়েছিলাম, ম্যাজিক দেখে আপনি অবাক হয়েছিলেন এবং আমাকে প্রশ্ন করেছিলেন, জাদুকর কবুতরটি আপনি কেমন করে লুকিয়ে রেখেছিলেন? আপনার প্রশ্নের মধ্যে আপনার জাদু প্রেম প্রমাণ করেছিলেন। আপনি সত্যি জাদু ভালোবাসেন, সে তো সেদিনই আমি বুঝতে পেরেছিলাম। আমরা যারা প্রফেশনাল জাদুকর। জাদু প্রদর্শনের মাধ্যমেই আমাদের সংসার নির্ভর করে। আজ আমরা বড় অসহায়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের জন্য সাহায্যের হাত বাড়ান। বাঁচান জাদুকরদের, বাঁচান জাদু শিল্পকে। আজ যারা পয়সাওয়ালা জাদুকর তারা আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। এমনকি আমাদের বাংলাদেশের বিখ্যাত জাদুকর জুয়েল আইচ তার কাছেও একজন জাদুকর সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন তিনি সরাসরি তাকে না করে দিয়েছিলেন, বড় দুঃখ। তিনি নিজেকে একজন মানবিক বলে দাবি করেন অথচ আজকে এই অসহায় গরীব জাদুকরদের পাশে তার করণীয় কিছুই নেই, এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশের কিছু তরুন জাদুকর যাদের একটি সংগঠন আছে, যার নাম ইয়ুথ magician’s সোসাইটি। এখানে সকল জাদুকর বন্ধুরা শিক্ষিত লেখাপড়া জানা মানুষ, তবুও তারা কিছুটা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ত্রাণ নিয়ে। আমি গর্বিত, আমি আনন্দিত, আমি বলতে চাই দৃঢ়তার সাথে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুকর জুয়েল আইচ নিজের স্বার্থে নিজের উন্নয়নের স্বার্থে যা কিছু করণীয় তাই করে গেছেন। ভবিষ্যৎ জাদুকরদের জন্য তিনি এমন কিছুই করতে পারেন নাই বা করবেন না বলে আমি বিশ্বাস করি। সুতরাং ১৮ কোটি মানুষের প্রাণ আপনি আমাদের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আপনি আমাদের প্রতিযোগী হয়ে আসবেন, সেই প্রত্যাশায়-ই আপনার কাছে থাকবে। আমি অন্তত এতটুকুই বলতে পারি, আমি আমার যাদুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর অর্জিত লাল সবুজের পতাকা বিশ্বের ১৮ টি দেশে বহুবার প্রদর্শন করতে ইতোমধ্যেই সক্ষম হয়েছি। কিন্তু বর্তমানে এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে আজ আমরা বড়ই অসহায়। দয়া করুন, বাঁচান জাদুকর, বাঁচান জাদু শিল্পকে, এই আমার/আমাদের প্রত্যাশা।
Post Views: ০
|
|