Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জমি বিরোধের জের ধরে বরিশালে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ 
Wednesday January 15, 2020 , 1:24 pm
Print this E-mail this

জমি বিরোধের জের ধরে বরিশালে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাউফলে জমি বিরোধের জের ধরে মায়ের বিরুদ্ধে মেয়ে সাদিয়া আক্তার লিয়াকে জবাই করে হত্যা চেস্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরকালাইয়া ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হচ্ছে ওই এলাকার শাহাবুদ্দিন খানের স্ত্রী ও চরকালাইয়া ইউনিয়ন মহিলালীগের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম। বতর্মানে লিয়া বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৮ জানুয়ারী ঘটনার পর আশংকাজনক অবস্থায় লিয়াকে বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জানুয়ারী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আহত লিয়া জানান, দীর্ঘদিন ধরে বাবা শাহাবুদ্দিন খানের জমি আমার মা নাজমা বেগম জোরপূর্বক লিখে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। নাজমা বেগম আ.লীগ নেত্রী হওয়ার সুবাদে তার সহযোগীদের নিয়ে বাবাসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এ নিয়ে আমার বাবা ও মায়ের মধ্যে মামলা চলে আসছে। আমি মায়ের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। এছাড়া জমি লিখে না দেয়ায় আমাকে ও আমার বাবাকে মারধরসহ অত্যাচার-নির্যাতন চালায়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মা নাজমা বেগম ও তার দূর সম্পর্কের চাচাতো ভাই মুনিবুর রহমান সোহাগ ঘরে ঢুকে আমাকে ৩ ঘন্টাব্যাপী নির্যাতন চালায়। এছাড়া আমিও যেন জমি লিখে দেয়ার জন্য বাবাকে চাপ দেই ও মায়ের কথা মত চলার হুমকি দেয়। নির্মম নির্যাতনে পরও আমি রাজি না হওয়ায় গত ৮ জানুয়ারী সোহাগের সহযোগীতায় ধারালো অস্ত্র দিয়ে মা নাজমা বেগম আমাকে জবাই করে হত্যার চেষ্টা চালায়। এ সময় ডাকচিৎকার দিয়ে স্থানীয়রা আমাকে উদ্ধার করে তাৎক্ষনিক বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় লিয়া তার মা নাজমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন স্বজনরা।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার