Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই-পুলিশ কমিশনার 
Thursday September 3, 2020 , 4:48 pm
Print this E-mail this

বিট পুলিশিং’র মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই-মোঃ শাহাবুদ্দিন খান

জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই-পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বিট পুলিশিং’র মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে, আমরা জনগণের আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। সেই জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা, কৃষক -শ্রমিক, মেহনতী মানুষের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে, নিরাপদ, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নির্মান সহ ভবিষ্যৎ প্রজন্মকে আইনমান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একেকটি থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াতে ওয়ার্ড পর্যায়ে ভাগ করে তৃণমূল পর্যায়ে পুলিশি সেবা পৌঁছে দিতে চাই।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানাধীন ২০ নং ওয়ার্ড ৩৫ নং বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার আপনাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে যেকোন সহযোগিতায় পাশে থাকবেন। বিট এলাকায় ভালো লোক, মন্দ লোক, ওয়ারেন্টধারী, দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সমাজের সু শাসন, শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশীদারত্ব বিশেষ ভূমিকা রাখবে। পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, জনগণের নিরাপত্তার চাহিদা নির্ভূল পূরণই হলো পুলিশের কাজ। নিরাপত্তা চাহিদা পূরণ না হলে, সমাজে শান্তি-শৃঙ্খলা না থাকলে মৌলিক চাহিদা অপূর্ণ থেকে যায়।শাহাবুদ্দিন খান বলেন, জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় একেকটা সেবা স্থল। প্রতিটি বিট এলাকায় যদি নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত, নির্ভেজাল সেবা দিতে পারি, অপরাধ সংগঠনের আগেই জনগণের দোরগোড়ায় গিয়ে, জনসম্পৃক্ততা নিয়ে অপরাধীর বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়তে পারি; তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের জনগণের পুলিশ হতে পারবো।তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত কতিপয় পুলিশ রয়েছে, আমরা সেই পুলিশ চাই না, আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব পুলিশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ দেখতে চাই। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝড়ানো টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করে থাকি, সেই জনগণের সেবা নিশ্চিত করতে, নিজেকে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে নিজেকে পরিপূর্ণ সেবক হিসেবে নিয়োজিত রেখে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কোথাও কোনো পুলিশ অনিয়ম করছে কি-না তা জানতে বিভিন্ন অভিযোগ মাধ্যম সহ প্রতিটি থানায় প্রতিমাসে ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা নেয়া হয়েছে। আপনাদের ফিডব্যাক পেলে আমরা আরও সমৃদ্ধ হবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণকে সাথে নিয়ে জনবান্ধব পুলিশ উপহার দিতে চাই। মাননীয় আইজিপি মহোদয় এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই বিট পুলিশি সেবার মাধ্যমেই জনগণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিম বলেন, পরিবর্তন সময়ের চাহিদা, তবে পরিবর্তন হবে ভালোর দিকে। বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ আমূল পরিবর্তন এনেছি। জনগণের কাঙ্খিত সেবা দ্রুত দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং বদ্ধ পরিকর। ১৯১৮ সালের মহামারী আইনে পুলিশের কোনো দায়িত্ব না থাকলেও, পুলিশ এখন দেশের যেকোনো মহামারীতে সবার আগে জনগণের পাশে দাঁড়ায়। বিশেষ অতিথি প্রফেসর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ (সাবেক অধ্যক্ষ সরকারি বি এম কলেজ) বলেন, স্বাধীনতার অধিকার ভোগ করার পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমি আমার ৫৮ বছরে পুলিশের কোনো কর্তব্যে অবহেলা পাইনি, আমাদের উচিত পুলিশকে সহযোগিতা করা। সভায় সভাপতিত্ব করেন-উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ থানার অফিসারবৃন্দ।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন