Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 
Wednesday May 13, 2020 , 5:56 pm
Print this E-mail this

ছাত্রদের অভিভাবকরাই ছাত্রদের বেশিরভাগ খরচ বহন করেন এবং তারাও এই লকডাউনের সময় অর্থনৈতিক সংকটে আছেন

ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : সকল অনাবাসিক শিক্ষার্থীদের বাসাভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি ও সরকারি বরাদ্দ দেয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন-ফি মওকুফ করা ওপর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস নেওয়া বন্ধ করার ৩ দফাতে দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আজ বুধবার (১৩ মে) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সংগ্রামী আহবায়ক সাগর দাস এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ। বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর এর পাঠাগার সম্পাদক রেজওয়ান আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠক ইমদাদুল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইসলামিয়া কলেজ শাখার সংগঠক ইমদাদুল হক ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্কুল সংগঠক সাজিদা হাসান ফারাবি, লিমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, এই লকডাউনের সময় যে ছাত্ররা বিভিন্ন জেলায় আটকে আছে তাদের জন্য এইসময়ে মেসভাড়া বা বাসাভাড়া দেয়াটা একটা অর্থনৈতিক চাপ। অবিলম্বে ছাত্রদের মেসভাড়া মওকুফ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এজন্য সরকারি বরাদ্দ দিতে হবে। বক্তারা আরো বলেন, যেহেতু ছাত্রদের অভিভাবকরাই ছাত্রদের বেশিরভাগ খরচ বহন করেন এবং তারাও এই লকডাউনের সময় অর্থনৈতিক সংকটে আছেন তাই অবশ্যই এক বছরের জন্য শিক্ষার্থীদের সকল বেতন-ফি মওকুফ করতে হবে। বক্তারা আরো বলেন, অনলাইন ক্লাসের নামে ভাল ইন্টারনেট ব্যবস্থা বা সেটা ব্যবহার করার অর্থনৈতিক সামর্থ্য আছে এমন স্বল্পসংখ্যক শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বেতন আদায় করার এক প্রহসন শুরু করেছে। বক্তারা অবিলম্বে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করে অনলাইন ক্লাস বাতিলের দাবি জানান এবং অবিলম্বে অনলাইন ক্লাস নেয়ার জন্য সারাদেশে পর্যাপ্ত আয়োজন করার দাবি জানান।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন