Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চড়ুই – ওবায়দুল হক 
Wednesday February 24, 2021 , 10:24 am
Print this E-mail this

চড়ুই – ওবায়দুল হক


🕊️চড়ুই
________________ওবায়দুল হক

ঘুম ঘোরে তুমি স্বপ্ন দেখেছিলে
চোখের পাতা মেলেছ আর
হারিয়ে ফেলেছ আমায়,
জিডিতে বর্ণনা;
অনেক খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায়নি!
মিথ্যে লিখেছ,
প্রাতেঃ গোলাপ বনে রোজ কলি হয়ে তাকিয়ে থাকি
হেলেদুলে আলিঙ্গনে কত ডাকি,
জানি তুমি নতুন স্বপ্নজাল বুণনে,
বিবিধ ব্যস্ততায় ঘুমে বিভোর
বোবা ডাক আর মৌন ভালোবাসা
তাই মনে আঁচর কাটেনি মোটেই।
তবুও সুবাস ঢালি
টেবিলঘড়ির পাশে রাখা কৃত্রিম ফুলে
চার দেয়ালে প্রজাপতি হয়ে ছড়িয়ে থাকি
তোমায় দেখব বলে।
আজ দুপুরে বিছানায়
চাল খুঁটে খাওয়া যে চড়ুই পাখিটা তাড়িয়েছিলে
তা আমিই ছিলেম
বিভিন্ন অজুহাতে আমি তোমায় দেখি।
তোমার নাকফুলে মাছি বসেছিলো
অমনি তাড়িয়ে দিলে!
আসলে মাছিটা নাকফুল পরিস্কার করতে
গায়ের গন্ধ নিতে বসেছিলো,
গায়ের ওড়না দিয়ে সজোরে আঘাত করেছ সত্বেও
আমি খুশি হয়েছি বটে
ভাগ্যিস ঝাটাপেটা করোনি!
তুমি না ঠিক আমার মতোই
আবশ্য আমাকে এখন আর কেউ জোর করে নাহ্,
এক চুমুুক পানি খেয়ে যখন বেড়াল পানে তাকাও
আমি ছায়া হয়ে আরো ঢেলে রাখি
সুস্হতা কামনায়।
সাঁঝের বেলা পাখির কলতানে তোমায় নিয়ে গাই
ফিরে তাকাও বটে, মুগ্ধও হও
তবে পাখি দেখে;
তোমার পাষান হৃদয় কখনো আমায় আবিষ্কার করেনি
আমার চঞ্চলতা, ব্যাকুল চাহনি সব তোমার জন্য।

২৪ ফেব্রুয়ারী ২০১৮ || ঢাকা




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন