Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৬:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চোখে কালো কাপড় ও লোহার জিঞ্জির পড়ে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ 
Wednesday August 31, 2022 , 4:24 pm
Print this E-mail this

সরকার দাবী পূরণ না করলে সামনে দেশব্যাপি কঠোর কর্মসূচির হুশিয়ারী শিক্ষার্থীদের

চোখে কালো কাপড় ও লোহার জিঞ্জির পড়ে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ৪ বছরের ডিপ্লোমাকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক প্রস্তবনার প্রতিবাদে চোখে কালো কাপড় ও হাতে লোহার শিকলের জিঞ্জির পড়ে মানববন্ধন প্রতিকি বিক্ষোভ করেছে বরিশালস্থ সকল সরকারী-বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (আগস্ট ৩১) দুপুরে ভাদ্রের প্রচন্ড রৌদ্র ও ক্ষড়তাপের মধ্যে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ছেলে-মেয়েরা। এসময় বক্তব্য রাখেন-ইলেক্টনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী গোলাম নবী, তৌফিক, রাফাতুল, নাদিম মাহমুদ, রিয়াজুল ইসলাম, রবিউল ইসলাম, রনি শীল, মো: সজল, মো: জাবের ও সাফিকুল ইসলাম শাফিন। বিক্ষোভ প্রদর্শনকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা ৪ বছরের কারিগরি শিক্ষা অর্জন করার মাধ্যমে বাবা-মাসহ দেশের সম্পদ হয়ে বের হয়ে আসতে চাই। শিক্ষামন্ত্রী দিপু মনির অযৌক্তিক সিদ্ধান্তের কারণে আমরা দক্ষ কারিগরি শিক্ষিত হওয়ার চেয়ে আমাদেরকে অদক্ষ বানিয়ে ঝেড়ে ফেলতে চাইছেন। আমরা সকল কারিগরি শিক্ষার্থী ছেলে-মেয়েরা মন্ত্রীর এ ধরনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে লাগাতার কর্মসূচি পালন করছি। তারা আরো বলেন, সরকার আমাদের দাবী পূরণ না করলে সামনে আমরা দেশব্যাপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ