|
চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করবেন রুবেল, প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন স্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গ্লিওমা নামে একধরনের ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গত মার্চ মাসে তার এই রোগ ধরা পড়ে। গত চার মাসধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। এই জটিল রোগের চিকিৎসা খরচ মেটাতে তিনি ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন। অপরদিকে রুবেলের স্ত্রী ফারহানা চৈতি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। রুবেলের ফ্ল্যাট বিক্রি করে দেয়ার বিষয়টি তার স্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ‘রুবেল আসলে আত্মনির্ভরশীল, আমরা চিকিৎসার জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো পেয়েছি। এখনো চিকিৎসা ও সিঙ্গাপুরে থাকা বাবদ এক কোটি টাকা প্রয়োজন। এজন্য ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী যদি আমাদের সহায়তা করে তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের।’ ফ্ল্যাট বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত কেন জানতে চাইলে রুবেলের স্ত্রী বলেন, ‘আসলে এত টাকা খরচ হয়ে যাবে আমরা ভাবিনি। এখন পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় এক কোটিটাকা। শুধু থেরাপির জন্যই প্রয়োজন ৫০ লাখ টাকা। এখনো এক কোটি টাকার মতো লাগতে পারে। তাই ফ্ল্যাট বিক্রির মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। এছাড়া ওখানে (সিঙ্গাপুরে) থাকা বাবদও অনেক টাকা খরচ হচ্ছে।’ স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এখন কেমোথেরাপির সঙ্গে লড়াই করার সময়। আমি ইতিমধ্যে এক কোটি টাকার মতো খরচ করে ফেলেছি। বাকি ছয় সার্কেল কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। এ কারণে জরুরিভাবে আমার ১৫৫০ স্কয়ার ফুট ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাই। যদি কেউ আগ্রহী হন, তাহলে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন এবং অবশ্যই আপনার দোয়াও প্রয়োজন। কারণ, এখনো আমি বেঁচে আছি কেবল আপনাদের দোয়ায়। আল্লাহ আমাদের সব অপরাধ ক্ষমা করুন। ধন্যবাদ।’ প্রসঙ্গত, রুবেল ২০০০-০১ থেকে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হয় ২০০৮ সালে। একটু দেরিতেই স্বপ্নের দরজায় পা পড়েছিল বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের। সর্বশেষ বিপিএলে একটি ম্যাচ খেলা রুবেল ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
Post Views: ০
|
|