|
চিকিৎসক সংকটে বরগুনা সদর হাসপাতাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও বরগুনা সদর হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকরা। রোগীদের অভিযোগ, জরুরি বিভাগসহ হাসপাতালের কোনো বিভাগে চিকিৎসকদের দেখা মেলে না। হাসপাতালের কর্মতালিকা অনুযায়ী, সোমবার সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক ডা: মো. কামাল হোসাইন এবং অন্যান্য বিভাগে ডা.: শারমীন, আব্দুর রহমান ও সিদ্ধার্থ বড়ালকে থাকার কথা। কিন্তু সরেজমিনে গিয়ে তাদের কাউকেই হাসপাতালে পাওয়া যায়নি। এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সোহরাব হোসেন বলেন, ‘ডাক্তাররা সকালে তাদের সন্তানকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে এবং বাসার বাজার করার পর হাসপাতালে আসেন। তাই হয়তবা একটু বিলম্ব হয়।’ তিনি আরো বলেন, ‘হাসপাতালে চিকিৎসকদের পদ আছে ১৯টি। কিন্তু আছেন মাত্র ২ জন। ফলে রোগী সামলাতে হিমশিম খেতে হয় তাদের। এরইমধ্যে প্রধানমন্ত্রী চিকিৎসকদের হাসপাতালে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। তার এই নির্দেশনা সেই দিনই কার্যকর হবে যেদিন চিকিৎসকদের শূন্য পদ পূরণ হবে ।’ এদিকে, হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৫ নম্বর বেডের রোগী রাজিব মিয়া (২৮) বলেন, ‘রোববার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি বিভাগে এসেছিলাম। কিন্তু তখন হাসপাতালে কোনো চিকিৎস্যক ছিলেন না। এখনও কোনো ডাক্তার আসেননি। ফলে নার্সদের দেয়া চিকিৎসাই নিতে হচ্ছে।’ পুরুষ ওয়ার্ডের ১১ নম্বর বেডের মো: স্বপন (৪০) নামের এক রোগী বলেন, ‘গত তিন দিন ধরে হার্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আছি। তবে এখনও ডাক্তারের দেখা মেলেনি।’ এদিকে বর্হিবিভাগে ডাক্তার দেখাতে আসা একাধীক রোগী অভিযোগ করে জানান, সকাল ৮টায় ডাক্তার আসার কথা থাকলেও ১১টা পর্যন্ত কোনো ডাক্তারের দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: মো: হুমায়ূন শাহীন খান বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়ে প্রতিদিনই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। কিন্তু কোনো সমাধান এখনও হয়নি।’
Post Views: ০
|
|