Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে বরিশালে-বিভাগীয় কমিশনার 
Tuesday October 25, 2022 , 6:51 pm
Print this E-mail this

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি-মো: আমিন-উল-আহসান

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে বরিশালে-বিভাগীয় কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উদ্বেগ-আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরেছে বরিশালে। মঙ্গলবার (অক্টোবর ২৫) সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: আমিন-উল-আহসান। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আমাদের ওপর কম ছিল, এটি আসলেই একটা শুভ দিক। আর বিভাগের ৬ জেলার চরাঞ্চলের মানুষকে আমরা যথাসময়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পেরেছিলাম। ফলে জানমালের তেমন কোনো ক্ষতি হয়নি। বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল অঞ্চলের কোনো বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি। বাঁধে কিছু দুর্বল জায়গা থাকলেও কোনো ধরনের ক্ষতি হয়নি। তবে ফসলি জমির কিছু ক্ষতি হয়েছে। এ ছাড়া নিম্নাঞ্চলগুলোতে পানি উঠেছে। বিভাগীয় কমিশনার আরও বলেন, যদিও পুকুর ও ঘের অতি জোয়ারের কারণে ভেসে গেছে। তাদের ক্ষতির বিষয়টি মৎস্য বিভাগ তদারকি করছে। এ ছাড়া স্বাভাবিক যে ক্ষতিপূরণ আছে, সেই অনুযায়ী তাদের সহায়তা ও পুনর্বাসনের চেষ্টা করা হবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ