|
গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প
গল্পের টানেই হল ভর্তি দর্শক, হাউজফুল ‘আদম’র শো
মুক্তখবর বিনোদন ডেস্ক : আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেতা ইয়াশ রোহান।

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউ বা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি নির্মাণ করেছেন আবু তাওহীদ হিরণ। সিনেমাটি ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী অভিজাত প্রেক্ষাগৃহেগুলোতে মুক্তি পেয়েছে। সিনেমা হল সংকটের মধ্যেও ঈদে সর্বাধিক আটটি সিনেমা মুক্তি পেয়েছে। সাম্প্রতিক এতো সংখ্যক সিনেমা এক দিনে মুক্তির ঘটনা বিরল! সিনেমাগুলো হচ্ছে-লিডার আমিই বাংলাদেশ, লোকাল, শত্রু, কিল হিম, জ্বিন, পাপ, প্রেম প্রীতির বন্ধন, আদম। ঈদের কয়েকটি প্রেক্ষাগৃহের খবর নিয়ে যানা যায় গড়পতায় চলেছে সিনেমাগুলো। ঈদের দ্বিতীয় দিনেও এই অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে সেই জায়গায় ভিন্ন চিত্র ছিল ‘আদম’ সিনেমার ক্ষেত্রে। যারা গল্প নির্ভর সিনেমাপ্রেমী তারাই মূলত সিনেমাটি দেখতে ভীর করছে। দর্শকদের অনেকের ভাষ্য, গল্পই সিনেমাটির প্রাণ।
Post Views: ০
|
|