Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী 
Saturday August 16, 2025 , 2:19 pm
Print this E-mail this

খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো, এলাকাটি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর ওই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাড়িটিতে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। বাড়িটির ভেতরে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করেই এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে-দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও বেশ কিছু সামগ্রী। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা যদি পুলিশের কাছে কিছু হস্তান্তর করে, তাহলে বিস্তারিত তথ্য দেওয়া যাবে। অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এতে কে বা কারা জড়িত-তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকাটি ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার