Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটায় ১৪০ কেজি ওজনের চারটি পাখি মাছ ২৫ হাজার টাকায় বিক্রি 
Monday January 22, 2024 , 10:49 pm
Print this E-mail this

এর বৈজ্ঞানিক নাম ইস্টিওফরাস প্লাটিপ্টেরাস হলেও সেইল ফিশ হিসেবে পরিচিত

কুয়াকাটায় ১৪০ কেজি ওজনের চারটি পাখি মাছ ২৫ হাজার টাকায় বিক্রি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুয়াকাটার আলীপুরে জেলেদের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের ৪টি পাখি মাছ বা সেইল ফিশ; যা বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। সোমবার বিকালে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। পরে বন্দরের নাঈম নামের এক আড়ৎদার মাছগুলো কিনে রাখেন। এ সময় মাছগুলো দেখতে অনেকেই ভিড় জমান। জেলে ফারুক জানান, গত তিন দিন আগে মাছগুলো কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে তাদের মাছধরা ট্রলারের জালে ধরা পড়েছে। তিনি আরও জানান, তাদের জালে বছরে দুই-একবার এই পাখি মাছ পেয়ে থাকেন। আড়ৎদার নাইম জানান, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন, তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এই মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। ২৫ হাজার টাকায় কিনে সোমবার সন্ধ্যায় মাছগুলো ঢাকায় পাঠিয়েছেন বলেও জানালেন। তার আশা, ঢাকার কাওরানবাজারে এই মাছের ভালো দাম পাবেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম ইস্টিওফরাস প্লাটিপ্টেরাস হলেও সেইল ফিশ হিসেবে পরিচিত।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন