Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার! 
Tuesday July 19, 2022 , 12:54 pm
Print this E-mail this

ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

কুয়াকাটায় হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যায় কুয়াকাটা ভ্রমণে আসা চার জনের একটি পর্যটক দলের একজন নারী সদস্যকে রুমে রেখে অন্য তিনজন সৈকত ঘুরতে যান। সমুদ্র দর্শন শেষ করে ঐ তিনজন এসে হোটেলের রুম ভিতর থেকে আটকানো দেখেন। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ মহিপুর থানায় খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জানালা দিয়ে ওই তরুণীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এর পর রুমের দরজার সিটকানি ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, কুয়াকাটার আবাসিক হোটেল রোজ গার্ডেনের চারতলায় ডি-৩ নম্বরের কক্ষ ভাড়া নেন শরিয়তপুরের ভেদরগঞ্জ গ্রামের মিথিলা ও রোজিনা আক্তার এবং রায়হান ও রিফাত নামে চার জন। স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন নারী ও যুবকরা। দুই দম্পতি পরিচয় দেয়া চারজন আলাদা দুটি কক্ষ ভাড়া নেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারীর সঙ্গে থাকা তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২