Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুড়িগ্রামে ৩০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার! 
Friday March 6, 2020 , 8:40 pm
Print this E-mail this

এরশাদুল হক ও সফিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হবে

কুড়িগ্রামে ৩০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহ-সভাপতি সফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার রামখানা ইউনিয়ন থেকে ৩০পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ কুড়িগ্রামের অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এরশাদুল হক মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। শুক্রবার ভোররাতে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে শফিকুল ইসলামসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: ফজলুল করিম সাজু জানান, এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে এ নিয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার তাকে সতর্কও করেছিলেন। গত দুই মাস আগে এরশাদুল হক বিয়ে করেছেন জানিয়ে ফজলুল করিম সাজু বলেন, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠাবো। বিষয়টি দুঃখজনক জানিয়ে নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান বলেন, এরশাদুল হকের বিরুদ্ধে আগে থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিয়ে করার পর ছাত্রলীগের পদ এমনিতেই থাকে না। জেলা কমিটি না থাকায় আমরা তাৎক্ষণিক কোনও ব্যবস্থাও নিতে পারছি না। তবে এরশাদুল হক ও সফিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হবে।ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা এরশাদুল হককে পূর্বে সতর্ক করা হয়েছিল জানিয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বলেন, শুক্রবার ভোররাতে তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন