Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ 
Friday August 1, 2025 , 4:51 pm
Print this E-mail this

শরীরের কিছু অংশ গলে গেছে, কয়েক দিন আগে মারা গেছে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতের মীরা বাড়িসংলগ্ন বঙ্গোপসাগরে লাশটি দেখতে পান। তাৎক্ষণিক কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে তারা এসে লাশটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, সকালে আমি কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পড়ে আছে। শরীরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো। জানা গেছে, মৃত নজরুল ইসলাম হাওলাদার (৬০) পেশায় একজন জেলে ছিলেন। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন আগে মাছ শিকারের জন্য সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা ১৫ জেলের ৬ জন নিখোঁজ হন। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। নিহতের ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেন। মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস