|
তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা
কুয়াকাটায় ১ কেজি গাঁজা সহ রায়হান গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহিপুর থানার পুলিশ কুয়াকাটায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ রায়হান (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (নভেম্বর ১৩) রাতে কুয়াকাটা চৌরাস্তা এলাকার পাঞ্জুপাড়া ৭নং ওয়ার্ড থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ধৃত রায়হান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয় ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে রায়হান এবং পুলিশ সদস্য দু’জনই সামান্য আঘাতপ্রাপ্ত হন। পুলিশ আরও জানায়, রায়হান এর আগেও মাদক সংক্রান্ত মামলায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ বিষয় মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: ০
|
|