Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৯:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কুমিল্লায় সবজিক্ষেতে মিললো এক নবজাতক, দায়িত্ব নিলো পুলিশ 
Thursday September 2, 2021 , 9:10 am
Print this E-mail this

শিশুটির আনুমানিক বয়স দুইদিন, তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে

কুমিল্লায় সবজিক্ষেতে মিললো এক নবজাতক, দায়িত্ব নিলো পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুমিল্লায় অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তার সব দায়িত্ব নিয়েছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোহপুর ইউনিয়নের ভৈষরকোট এলাকার একটি সবজিক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার সকালে ভৈষরকোট এলাকায় একটি সবজিক্ষেতে এক নবজাতককে দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হলে ওসি আরিফুর রহমান ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটির চিকিৎসাসেবাসহ সব ধরনের দায়িত্ব নেবেন বলে ঘোষণা দেন তিনি। পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘শিশুটিকে যারা জন্মের পরে ফেলে দিয়েছে তারা অত্যন্ত অমানবিক কাজ করেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কোনো এক সময় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। নবজাতকের শরীরের বিভিন্ন স্থানে পোকামাকড়ের কামড়ে ক্ষত তৈরি হয়েছে। এমন অবস্থা দেখে আমি মর্মাহত হয়েছি।’ তিনি আরও জানান, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে নবজাতকের সকল দায়িত্ব নেয়া হয়েছে। শিশুটির আনুমানিক বয়স দুইদিন হবে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার