Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » কিংবদন্তী পপসম্রাট আজম খানের আজ শুভ জন্মদিন 
Wednesday February 2, 2022 , 8:50 pm
Print this E-mail this

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান

কিংবদন্তী পপসম্রাট আজম খানের আজ শুভ জন্মদিন


মুক্তখবর বিনোদন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা আজম খান। যুদ্ধের সময় ক্যাম্পেও গানের চর্চা করতেন তিনি। বাংলা পপ এবং রক সংগীতের শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। পপ গানকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। হয়েছেন সবার প্রিয় পপগুরু। সোমবার (২৮ ফেব্রুয়ারি) পপসংগীত জগতের এই কিংবদন্তীর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ঢাকার আজিমপুরে আজম খানের জন্ম। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮২ সালে ‌‘এক যুগ’ নামে তার প্রথম ক্যাসেট বের হয়। এরপর তাঁর বেশ কিছু ক্যাসেট ও সিডি বাজারজাত হয়। তাঁর প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রকস্টার হিসেবে জনপ্রিয়তা পান আজম খান। সত্তর এবং আশির দশকে গাওয়া ‘ওরে সালেকা-ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা, অভিমানি’, ‘আসি আসি’ বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের হৃদয়ে দোলা দেয়। জনপ্রিয় পপগুরু আজম খান নাটক এবং চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। ১৯৮৬ সালে কালা বাউল নামে হিরামন সিরিজের একটি নাটকে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত গডফাদার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১১ সালের ৫ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান। মৃত্যুর পরেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন তিনি। গানের মাধ্যমেই ভক্তদের হৃদয়ে হাজারো বছর বেঁচে থাকবেন এই পপসম্রাট।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী