Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাজে যোগ দেওয়ার পরই এক নারী পুলিশ সদস্যের মৃত্যু 
Monday May 25, 2020 , 7:25 pm
Print this E-mail this

চিকিৎসকরা বলেছেন সামিয়ারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন

কাজে যোগ দেওয়ার পরই এক নারী পুলিশ সদস্যের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ সোমবার (২৫ মে) ঈদের দিন সকালে রাজশাহীর পুঠিয়া থানায় কর্মরত অবস্থায় কনস্টেবল সামিয়ারা খাতুন (২৭) মারা গেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘সকাল ৬টায় ২ ঘণ্টার সেন্ট্রি ডিউটিতে যোগ দেন সামিয়ারা। এর অল্প সময় পরেই দুবার বমি করেন। তারপরই নিস্তেজ হয়ে যান।’ ওসি আরও বলেন, ‘সামিয়ারাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা‌ওয়া হলে সকাল ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’ পুলিশের এই কর্মকর্তা জানান, চিকিৎসকরা বলেছেন সামিয়ারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। তবে তাঁর মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর শরীরে অন্য কোনো রোগও পূর্ব থেকে চিহ্নিত ছিল না। সামিয়ারার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, ‘আগের দিন সন্ধ্যা থেকে পেট ব্যথার কথা বলছিলেন সামিয়ারা। সেদিন রাত ১০টায় থানায় ডিউটি শেষ করে বাড়ি ফিরে যান তিনি।’ জানা গেছে, সামিয়ারার বাড়ি সিরাজগঞ্জে। পুঠিয়া থানার পাশেই একটি ভাড়া বাড়িতে স্বামী, শিশু সন্তান ও এক খালার সঙ্গে থাকতেন তিনি। তার স্বামী তরিকুল ইসলাম গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। করোনা পরিস্থিতিতে প্রায় মাসখানেক হলো বাড়িতেই রয়েছেন তরিকুল।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ