Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব 
Sunday August 29, 2021 , 10:50 pm
Print this E-mail this

সোশ্যাল মিডিয়ায় সকলেই এর নিন্দা জানিয়েছেন

কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব


মুক্তখবর বিনোদন ডেস্ক : ওপার বাংলার বিখ্যাত পরিচালকের নাম করে এক টলিউড অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই পরিচালকের নাম রবি কিনাগী এবং অভিনেত্রীর নাম পায়েল সরকার। ইতোমধ্যে পায়েল কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়ের করেছেন বারাকপুরের সাইবার সেলে। এ বিষয়ে পায়েল গণমাধ্যমকে বলেন, ‘রবি কিনাগীর নাম করে আমার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি সেটা অ্যাকসেপ্ট করি। তখন বলা হয়, ওনার পরের ছবিতে আমাকে নায়িকার চরিত্রে ভাবা হচ্ছে। বলা হয়, আমাকে ওনার সঙ্গে সময় কাটাতে হবে।’ অভিনেত্রী বলেন, ‘আমি বিস্তারিত জানতে চাইলে উনি সরাসরি আমাকে ওনার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এরপর আমি ওনার প্রোফাইল লিংক কপি করে ফেসবুকে পোস্ট করি। তখন বুঝতে পারি ওটা ভুয়া অ্যাকাউন্ট। কারণ ওই প্রোফাইল থেকে পোস্টগুলোতে দুই-তিনটা লাইক। ভুল বানান রয়েছে, তখনই বুঝি ওটা ভুয়া।’

অভিনেত্রী আরও জানান, ‘আমি কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখান থেকে কেসটা বারাকপুর পুলিশের কাছে ট্রান্সফার করা হয়। পুলিশ অভিযোগ নিয়েছে, প্রোফাইলটা ট্রেস করা গেছে। তবে কে এই কাজ করেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ইতোমধ্যে প্রোফাইলটা ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আশা করছি, খুব শিগগির দোষী ধরা পড়বে।’ প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল সরকার কলকাতার বরানগরের বাসিন্দা। ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘বেনে বউ’, ‘তুমি রবে নীরবে’সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। তার লক্ষ্য বড় পর্দা। সেই পর্দায় কাজের লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা টলিউড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর নিন্দা জানিয়েছেন।




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল