Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো: মোখলেছুর রহমান 
Thursday May 21, 2020 , 6:06 pm
Print this E-mail this

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন

করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো: মোখলেছুর রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো: মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশে সদর কোর্টে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, বর্ণিত কনস্টেবল বাংলাদেশ পুলিশের একজন দক্ষ, কর্মঠ, চৌকস এবং দায়িত্বশীল পুলিশ সদস্য ছিলেন। তাঁর মত এমন একজন দক্ষ, দায়িত্ববান ও অভিজ্ঞ পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য শোকাহত। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যকে এ অপূরণীয় ক্ষতি ও প্রিয়জন হারানোর শোক বহন করার শক্তি দান করেন। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ