Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২২, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা এবং বরিশাল – ডা: সুদীপ হালদার 
Tuesday May 12, 2020 , 8:08 pm
Print this E-mail this

করোনা এবং বরিশাল – ডা: সুদীপ হালদার


২০০০ জনে মাত্র ১২ ডাক্তার শেবাচিম হাসপাতালে।

স্বাস্থ্যখাতে চরম অবহেলার শিকার দক্ষিনের এই জনপদ, এমনিতেই চরম ডাক্তার সংকট, পদের অর্ধেক ডাক্তারও নাই। এই একই জনবল দিয়ে ১৫০ বেডের করোনা ওয়ার্ড চালাতে হয়।

দক্ষিনবাংলার মানুষের স্বাস্থ্যখাতের শেষ আশ্রয়স্থল শের-ই বাংলা মেডিকেলে সাধারন রোগীদের চিকিৎসা দেয়া একই ডাক্তাররা আবার করোনা ওয়ার্ডে ডিউটি করে ১৪ দিনের কোয়ারান্টাইনে যাচ্ছে …

সংকট আরও প্রকট আকার ধারন করছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব ভেবেই ২ হাজার নতুন ডাক্তার জরুরী ভিত্তিতে নিয়োগ দেন। কিন্তু বরিশাল বলে কথা … হাস্যকরভাবেই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হয়েছে মাত্র ১২ জন ডাক্তার।

কিভাবে সম্ভব ? ১৫০ বেডের করোনা ওয়ার্ড চালানো !

এর আগে করোনা পরীক্ষাকেন্দ্রের অনুমোদনও পায় সবার শেষে …

বরিশাল বিভাগের নেতৃবৃন্দ, প্রশাসন তথা স্বাস্থ্যবিভাগের নেতৃবৃন্দ দয়া করে নিজ বিভাগীয় হাসপাতালের দিকে একটু খেয়াল দিবেন।

তা না হলে সুষ্ঠু ভাবে সাধারন চিকিৎসাসেবার পাশাপাশি করোনা রোগীদের সেবাদান অব্যাহত রাখা আসলেই অবাস্তব এবং দুরূহ।

এত নাই এর মাঝে আজ পরিচালক স্যার এর ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জরুরী ভিত্তিতে নতুন আরও ১০০ জন ডাক্তার পদায়ন করে এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা স্বাভাবিক ভাবে চালিয়ে নিতে সাহায্য করবেন।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

 

লেখক : ডা: সুদীপ হালদার, আহবায়ক, অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।

সূত্র : সুদীপ হালদার’র ফেইসবুকের টাইমলাইন’র কল্যাণে




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা