Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় বরিশালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 
Monday May 4, 2020 , 5:42 pm
Print this E-mail this

প্রায় ৬১ লক্ষ সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসহয়তা অব্যাহত থাকবে

করোনায় বরিশালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস পরিস্থিতিতে বরিশাল জেলার ১০টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকালে বরিশাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন, বরিশাল রেঞ্জ কমান্ডার মো: আশরাফুল আলম। বরিশাল জেলার ১০টি উপজেলায় ৩০০০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক। এবিষয়ে বরিশাল জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক মহামারী এই করোনাভাইরাস মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছে। পাশাপাশি মানবতার পক্ষের লড়াইয়েও বাংলাদেশ আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি’র নির্দেশনায় এ বাহিনীর প্রায় ৬১ লক্ষ সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসহয়তা অব্যাহত থাকবে। এসময় ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন-বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী, সহকারী জেলা কমান্ড্যান্ট রকিব উদ্দিন, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক মো: শাহ আলম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, (ভারপ্রাপ্ত) আয়শা সুলতানা ও সদর উপজেলা থানা প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী আকন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ