Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন 
Wednesday April 29, 2020 , 12:30 am
Print this E-mail this

তিনি সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন (৪৭) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বলেন, ‘হুমায়ূন কবির খোকনের করোনা উপসর্গ ছিল বলে তাঁর স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাঁকে আনা হয়েছে। এরপর আমরা তাঁকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।’ তারিক শিবলী আরও বলেন, ‘আমরা করোনা টেস্টের জন্য তাঁর নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। এ ছাড়া, যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআরের নিয়মানুযায়ী আমরা তাঁর লাশ প্যাক করাসহ সব নিয়মই ফলো করব।’ তার বোন স্বপ্না  বলেন, রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, হুমাযুন কবীর খোকনের করোনাভাইরাসের কিছু লক্ষণ ছিল। তবে করোনার টেস্ট এখনো করা হয়নি। বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন