Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কঠোর অবস্থানে পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন : স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা 
Friday July 2, 2021 , 12:20 pm
Print this E-mail this

উপজেলা প্রশাসন শহরের প্রবেশদ্বারের বিভিন্ন স্পটে ব্যারিকেড দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়

কঠোর অবস্থানে পিরোজপুর কাউখালী উপজেলা প্রশাসন : স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কঠোর লকডাউনের প্রথম দিনে পিরোজপুরের কাউখালীতে উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন প্রতিষ্ঠান ও অসচেতন ব্যক্তিদের ১৭হাজার ৯৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরা, কোন কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির নেতৃত্বে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়। এসময় উপজেলা প্রশাসনের মাধ্যমে কিছু অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন। সকলে যেন সরকারি আদেশ মানে এ কারণে স্থানীয় পুলিশ প্রশাসন ভোর থেকেই উপজেলা প্রশাসন শহরের প্রবেশদ্বারের বিভিন্ন স্পটে ব্যারিকেড দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়।

কঠোর লকডাউন বাস্তাবায়নে পিরোজপুরের কাউখালীর বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা’র নেতৃত্বে পুলিশ, বিজিবি, সদস্যরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার