Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১২, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা, নেই পিটার হাস 
Tuesday August 5, 2025 , 8:19 pm
Print this E-mail this

শহর থেকে দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থান সন্দেহের সৃষ্টি

কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা, নেই পিটার হাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে পৌঁছানোর পর তাদের ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির নেতারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি উখিয়ার ইনানির সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলের উদ্দেশে রওনা দেন তারা। স্থানীয় সূত্রে খবর, হোটেলে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই তাদের পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করেছে জেলা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ। তাদের দাবি, হোটেলের অতিথি তালিকায় পিটার হাস নামে কোনো ব্যক্তি অবস্থান করছেন না। বিমান বন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও তার স্ত্রী, এনসিপি যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সি পার্ল রিসোর্টের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা হোটেলের পাঁচ তলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। আমাদের হোটেলে পিটার হাস নামের কেউ ওঠেননি। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীনও এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চীনা নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানা নেই। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, তারা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সি পার্ল রিসোর্টে পিটার হাস ছিলেন কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তির বিশেষ দিনে হঠাৎ করে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার আগমন ও শহর থেকে ৩০ কিলোমিটার দূরের পাঁচ তারকা হোটেলে অবস্থানের ঘটনা সন্দেহের সৃষ্টি করেছে। মানুষের মধ্যে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের কথা শুনে লোকজনের মধ্যে সন্দেহ আরও বেড়েছে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা