কানাঘুষা চলছে অভিষেক ও ঐশ্বরিয়া রাই’র সম্পর্ক ভালো যাচ্ছে না
ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন অভিষেক
মুক্তখবর বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডে কানাঘুষা চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক ভালো যাচ্ছে না। বিয়ের পর থেকেই তাদের একাধিকবার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি এই তারকা জুটির আবারও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। আর এ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে মন্তব্য করে বসলেন অভিষেক। কিছুদিন আগে আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে একাই উপস্থিত হন ঐশ্বরিয়া রাই। দুইদিনের মধ্যে একদিনও দেখা যায়নি তার স্বামী অভিষেকের। এ নিয়েই দু’জনের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। এরপর বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ আম্বানীদের অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’ আর সেই পোস্টের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমরাও প্রিয় মানুষেরা।’ এর আগে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেক বলেছিলেন, ‘আমার নাকি ডিভোর্স হচ্ছে। এ খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দিন যে আমি দ্বিতীয় বিয়েটা কবে করছি?’