নগরী এবং জেলার প্রায় সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
এবার বরিশালের প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় নগরীর বান্দ রোডে হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। করোনার প্রকোপ কম থাকায় এবার প্রধান ঈদ জামাতে ঢল নেমেছিল মুসল্লিদের। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুসল্লিরা। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো: আমিন-উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার , মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মুসল্লি প্রধান জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনাসহ সকল মহামারী থেকে মুক্তি কামনা করা হয়। করোনার কারণে দুই বছর পর ঈদের প্রধান জামাত আদায় করতে পেরে মহান আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করা হয়। প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও নগরী এবং জেলার প্রায় সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।