Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এটা বাংলার বিজয়, বাঙালির বিজয়, এটা আপনাদের জয় : মমতা 
Sunday May 2, 2021 , 9:20 pm
Print this E-mail this

মমতা বলেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা, এটা হলো গণতন্ত্রের বিজয়

এটা বাংলার বিজয়, বাঙালির বিজয়, এটা আপনাদের জয় : মমতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিধস বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলেছেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা। এটা হলো গণতন্ত্রের বিজয়। তিনি বলেন, বিজেপি বলেছিল ডবল-ইঞ্জিন সরকার হবে, যেখানে আমি বলেছিলাম ডবল সেঞ্চুরি হবে। এটা বাংলার বিজয়, বাঙালির বিজয়, এটা আপনাদের জয়। এই জয় বাংলাকে বাঁচিয়ে দিয়েছে, এই জয় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে দিয়েছে। রবিবার কালিঘাটে এক সংবাদ সম্মেলনে এসব বলেন মমতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আট দফায় ভোট হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনাকৃত ভোটের ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছে তৃণমূল। এনডিটিভির সূত্রে ২১৩ আসনে এগিয়ে মমতার দল। বিজেপি এগিয়ে ৭৮ আসনে। আনন্দবাজার জানায়, ২০৯ আসনে এগিয়ে মমতার তৃণমূল এবং ৮১ আসনে এগিয়ে বিজেপি। নন্দীগ্রামে নিজের আসনে পিছিয়ে পড়া সম্পর্কে মমতা বলেন, নন্দীগ্রাম নিয়ে আমি উদ্বিগ্ন নই, আমি নন্দীগ্রামের জন্য লড়েছি। যা হয়েছে ঠিক আছে। নন্দীগ্রামের মানুষ তাদের পছন্দের রায় যা দেবে, আমি তা মেনে নেব। আমি কিছু মনে করব না। আমরা ২২১ এর বেশি আসন জিতব এবং বিজেপি নির্বাচনে হেরে গেছে।

বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। নির্বাচনে মমতার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদির দল বিজেপি। টুইটে মোদি বলেন, ‘মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে। মোদি পৃথক টুইটে পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। সেখানে এবার গুরুত্বপূর্ণভাবে বেড়েছে। নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে।এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর