Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উপস্থাপনার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি চান উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস 
Saturday June 12, 2021 , 12:18 pm
Print this E-mail this

টেলিভিশনে সর্বাধিক তিন শতাধিক অনুষ্ঠানে ১২শ’র বেশি পর্ব উপস্থাপনা করেছেন তিনি

উপস্থাপনার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি চান উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস


মুক্তখবর বিনোদন ডেস্ক : উপস্থাপনার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি চান উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তার মতে, অভিনয়শিল্পের মতো উপস্থাপনাও একটি শিল্প। বরং একজন উপস্থাপককে অভিনয়ের চেয়েও অনেক বেশি সাবলীল ও সাবধানী হয়ে কাজ করতে হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যেন উপস্থাপনাকে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। কারণ উপস্থাপনা এখন অনেক বড় একটি শিল্পতে পরিণত হয়েছে। উপস্থাপকরা নিজেদের মেধা খাটিয়ে অনেক পরিশ্রম করেন, যেটি অভিনয়ের চেয়ে কোনো অংশেই কম নয়। তাই আমি মনে করি, এ পেশায়ও রাষ্ট্রীয় স্বীকৃতি অত্যাবশ্যক।’ প্রসঙ্গত, একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘পথের পাঁচালী’র মধ্য দিয়ে ২০০১ সালে ক্যারিয়ার শুরু করে এখন পর্যন্ত টেলিভিশনে সর্বাধিক তিন শতাধিক অনুষ্ঠানে এক হাজার ২০০-এরও বেশি পর্ব উপস্থাপনা করেছেন দেবাশীষ। স্টেজ শোতেও তিনি আনুমানিক দেড় হাজার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। উপস্থাপনার জন্য দেশ-বিদেশে একাধিকবার পুরস্কৃতও হয়েছেন।

একজন দেবাশীষ বিশ্বাস, একজন উপস্থাপক হিসেবে নিজের আলাদা একটি বিশেষ ধরন তৈরি করেছেন যা সাধারণত সবাই পারে না। টেলিভিশন কিংবা স্টেজ শোর আয়োজকরা দেবাশীষ বিশ্বাসের ওপর নির্দ্বিধায় আস্থা রেখে অনুষ্ঠান পরিচালনার ভার তার ওপর রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন অনায়াসে। কারণ দীর্ঘদিনের পথচলায় দেবাশীষ বিশ্বাস উপস্থাপনায় নিজের সেই অবস্থান কিংবা আস্থাটুকু অর্জন করতে পেরেছেন। সম্ভবত দেবাশীষ বিশ্বাসই সেই উপস্থাপক, যিনি টেলিভিশনে সর্বাধিক তিন শতাধিক অনুষ্ঠানে ১২শ’র বেশি পর্ব উপস্থাপনা করেছেন। আবার স্টেজ শোতেও তিনি আনুমানিক দেড় হাজার অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বাংলাদেশের উপস্থাপকদের মধ্যে তার এই বিষয়টি রেকর্ডও বলা যেতে পারে। শুধু একজন উপস্থাপক হিসেবেই নয়, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও দেবাশীষ বিশ্বাস বেশ সুনাম কুড়িয়েছেন। তার প্রথম নির্মিত সিনেমা (২০০১ সালে) ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। পরে তিনি ‘শুভবিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘চল পালাই’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ (মুক্তি প্রতীক্ষিত) নির্মাণ করেন। একজন উপস্থাপক হিসেবে তার পথচলা শুরু একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠঅন ‘পথের পাঁচালী’র মধ্যদিয়ে ২০০১ সালে। পরে তিনি ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’, ‘ভেরি ফিল্মি’, ‘সুপার হিরো সুপার হিরোইন’, ‘হা শো’, ‘জানার আছে বলার আছে’, ‘সেলিব্রেটি ক্যাফে’, ‘ইয়াং স্টার’, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’সহ আরও কিছু জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন