Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল 
Saturday April 5, 2025 , 7:21 pm
Print this E-mail this

তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে, দ্রুতই একটি রিং পরানো হয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল


মুক্তখবর স্পোর্টস ডেস্ক : মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এবার নিজের সুস্থতার জন্য যাচ্ছেন সিঙ্গাপুরে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা নিতে দেশ ছাড়ছেন আগামী সোমবার (৭ এপ্রিল)। গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। এখন বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন। তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তার ভিসা ও বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুরে গিয়ে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে হার্ট-সহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন তিনি।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু