Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৮, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদের অনুষ্ঠানমালায় চমক আসছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে 
Thursday April 20, 2023 , 7:29 pm
Print this E-mail this

উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন্নাহার স্মৃতি পরীমণি

ঈদের অনুষ্ঠানমালায় চমক আসছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে


মুক্তখবর বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ৪ দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। প্রথমবারের মতো প্রচারিত হবে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন্নাহার স্মৃতি পরীমণি। ক্যারিয়ার জীবনে ম্যাগাজিন অনুষ্ঠানে এটিই তার প্রথম উপস্থাপনা। অনুষ্ঠানে থাকছে জননন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। কোরিওগ্রাফি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান। অনুষ্ঠানে থাকছে ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‌্যাম্প শো। চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. তারিকুজ্জামান এবং মো. জামাল উদ্দিন জয়। অন্যদিকে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী  ফাহমিদা নবীর একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রোমানা শারমীন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে খ্যাতিমান রাজনীতিবিদদের নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’। এদিন ঈদ ফ্যাশন নিয়ে অনুষ্ঠান এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে। ঈদের দ্বিতীয় দিন ৯টা ২০মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া (নদী) এবং জনপ্রিয় অভিনেতা আরফানের দুর্দান্ত পারফরম্যান্সে ঈদের বিশেষ নাটক ‘তেলেসমাতি’। বিশেষ শিশুতোষ নাটক ‘বন্ধুভূত’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৪টায়। রাত সাড়ে ১০টায় ‘গানে গানে আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন দেশের প্রখ্যাত বাউলশিল্পী লালনকন্যা ফরিদা পারভীন। ঈদের দ্বিতীয় দিনে জাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘এক পলকে’, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে। ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রচারিত হবে আঞ্চলিক গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গহিনের গান’। হারানো দিনের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৩টায়। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর একক সংগীতানুষ্ঠান।  এদিন শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা