Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৭:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইয়াবার বিকল্প ব্যথার ট্যাবলেট! 
Wednesday March 25, 2020 , 1:15 pm
Print this E-mail this

লাভের আশায় এক শ্রেণির অসাধু ফার্মেসি ব্যবসায়ী প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ বিক্রি করছে

ইয়াবার বিকল্প ব্যথার ট্যাবলেট!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইয়াবার বিকল্প হিসেবে ব‌্যথানাশক ট‌্যাবলেটের ব‌্যবহার বেড়েছে। ইয়াবার মতো করেই ব‌্যথানাশক এসব ট‌্যাবলেট গ্রহণ করেন মাদকসেবীরা। দামে সস্তা ও হাতের নাগালে থাকায় তাই এর ব‌্যবহারও বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ার ফলে ইয়াবার সহজলভ‌্যতা কমেছে। একইসাথে দামও বেড়েছে। তাই ইয়াবার বিকল্প খুঁজতে গিয়ে ব‌্যথানশক ট‌্যাবলেটকে বেছে নিয়েছে মাদকসেবীরা। বিশ্ববিদ‌্যালয় পড়ুয়া আতিক (ছদ্মনাম) একসময় ইয়াবা সেবন করতেন। ইয়াবার সহজলভ‌্যতা না থাকায় এখন তিনি ব‌্যথানাশক ট‌্যাবলেটের মাধ‌্যমে নেশা করছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কথা হয় এই যুবকের সঙ্গে। তিনি বলেন, ‘মগবাজারের এক বড় ভাইয়ের মাধ্যমে আমি এই ট‌্যাবলেটে আসক্ত হয়ে পড়ি। প্রথমদিন সেবন করার পর খুবই ভাল লেগেছিল। এরপর এর নেশায় পড়ে যাই। সেবনের পর ঝিমুনি ভাব আসে। কয়েক রাত ঘুম ছাড়াই থাকা যায়। এর আগে ইয়াবা সেবন করতাম। কিন্তু দাম বেড়ে যাওয়ায় এখন নিয়মিত ব্যথার ট্যাবলেট সেবন করি।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকা তথ‌্য মতে, শতকরা ৬০ ভাগ ইয়াবাসেবী এখন এ ট্যাবলেটে আসক্ত হয়ে পড়েছে। তারা এর নাম দিয়েছে ‘বিকল্প ইয়াবা’। এসব ট‌্যাবলেটের দাম সাধারণত ১৮ থেকে ২০ টাকার মতো। তবে ফার্মেসিগুলো সুযোগ বুঝে এর দাম বাড়িয়ে দিয়েছে। তারা সেগুলো ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করছে। ফার্মেসি থেকে সহজেই এসব ট‌্যাবলেট সংগ্রহ করা যায়। প্রেসক্রিপশনও লাগে না। রাজধানীর প্রান্তিক এলাকাগুলোতেই এর ব্যবহার বেশি। মূলত নিম্নবিত্তের মাদকসেবীরাই এ ট‌্যাবলেট বিকল্প ইয়াবা হিসেবে ব‌্যবহার করছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘লাভের আশায় এক শ্রেণির অসাধু ফার্মেসি ব্যবসায়ী প্রেসক্রিপশন ছাড়াই এসব ওষুধ বিক্রি করছে। এ ট‌্যাবলেটের মাধ‌্যমে নেশা করে যেহেতু অপরাধ সংঘঠিত হয়েছে, তাই রেফারেন্স ব্যতীত এসব ওষুধ বিক্রি বন্ধে কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে। গত দুই বছরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মাদকবিরোধী অব্যাহত অভিযানের কারণে কিছুটা পরিবর্তন এসেছে। নেশার খোরাক মেটাতে নিত্য নতুন নেশাদ্রব্যের খোঁজে থাকে তারা। তবে আমরাও বসে নেই।’ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা: উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘ওষুধ তো পানি দিয়ে গিলে খাওয়ার কথা। কিন্ত ইয়াবার মতো করে নাক দিয়ে গ্রহণ করার ফলে ব্রেইন, কিডনিসহ জটিল রোগের আশঙ্কা থাকে। আস্তে আস্তে এসব মাদকসেবীরা মৃত্যুর দিকে এগিয়ে যায়।’

সূত্র : রাইজিংবিডি




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ