Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইমরান খানের সঙ্গে প্রেম ছিল রেখার? তবে পায়নি পরিণতি! 
Wednesday May 12, 2021 , 10:11 pm
Print this E-mail this

পুরনো এ ঘটনা নতুন করে সামনে আশায় নেটদুনিয়ায় তাদের নিয়ে শুরু হয়েছে চর্চা

ইমরান খানের সঙ্গে প্রেম ছিল রেখার? তবে পায়নি পরিণতি!


মুক্তখবর বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের ও ক্রিকেটারদের প্রেম-বিয়ের সম্পর্ক নতুন নয়। অনেক আগে থেকেই এই দুই অঙ্গনের মানুষের মধ্যে বেশ সখ্যতা। সেই শর্মিলা-পাতৌদি থেকে সাম্প্রতিককালে এর নিদর্শন বিরাট-অনুষ্কা তালিকা খুব একটা ছোট নয়। এর মধ্যে বহু তারকাকে জড়িয়ে বহু গুঞ্জন সামনে এসে বিভিন্ন সময়। জনপ্রিয় বলিউড অভিনেত্রী রেখা ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নামও রয়েছে সেই তালিকায়। ইংল্যান্ডের দৈনিক সংবাদপত্র ‘সান’-এর একটি পুরনো পাতায় দেখা যাচ্ছে, ‘রেখার সঙ্গে কি ইমরানের বিয়ে হতে চলেছে?’ এমনই এক শিরোনামের খবর। একটি ভারতীয় মুভি জার্নালেও এ নিয়ে খবর প্রকাশিত হয়। তখন কেন ইমরান ও রেখার সম্পর্ক পরিণয়ে রুপ নেয়নি তাও লেখা হয়। ইমরান-রেখার বিয়ের কথা উল্লেখ করা ছিল এই প্রতিবেদনে। বলা হয়েছিল, সেই বার গোটা এপ্রিল মাস ইমরান খান ছিলেন বোম্বেতে। সেই সময়ে রেখা এবং তাকে নিয়মিত একই সঙ্গে দেখা যেত বোম্বের সমুদ্র সৈকতে, নাইট ক্লাব এবং অন্যান্য জায়গায়। তাদের সম্পর্কের কথা বাড়ি পর্যন্ত গিয়েছিল।  রেখার মা জানিয়েছিলেন, তার মেয়ের জন্য ইমরানের থেকে ভালো পাত্র পাবেনই না তিনি। এই নিয়ে রেখার মা এক জ্যোতিষীর কাছে পর্যন্ত গিয়েছিলেন। তবে গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিল যে ইমরান খান ছিলেন প্লে বয়। বিয়ে নিয়ে খুব একটা বেশি উৎসাহী ছিলেন না তিনি। শেষ পর্যন্ত দু’জনের এই সম্পর্ক টেকেনি। ইমরান খান নাকি বলেছিলেন, ‘আমার অভিনেত্রীদের সঙ্গে অল্প সময় কাটাতে ভালো লাগে, আমি তাদের সাহচর্য উপভোগ করি। কিন্তু আমি তাদের বিয়ে করার কথা কোনওভাবে ভাবতেই পারি না।’ পুরনো এ ঘটনা নতুন করে সামনে আশায় নেটদুনিয়ায় তাদের নিয়ে শুরু হয়েছে চর্চা।

সূত্র : আজকাল ও জি নিউজ




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ