Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৩:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘ইত্যাদি’র নাতির মৃত্যুর খবর গুজব 
Saturday June 12, 2021 , 11:42 pm
Print this E-mail this

মানুষের মৃত্যু নিয়ে এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ

‘ইত্যাদি’র নাতির মৃত্যুর খবর গুজব


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন নাতির চরিত্রে অভিনয় করা শওকত আলী তালুকদার ওরফে নিপু।  হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি কেউ উল্লেখ করেননি। যদিও নিপুর মৃত্যুর খবর গুজব বলে জানিয়েছেন শবনম পারভীন। তিনি ইত্যাদিতে নিপুর সঙ্গে নানির চরিত্রে অভিনয় করেন। গণমাধ্যমকে তিনি বলেন, নিপু সুস্থ আছেন। তার মাথাব্যথাও নেই। কেন মানুষ এমন খবর ছড়াচ্ছে আমি জানি না। মানুষের মৃত্যু নিয়ে এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করে শবনম বলেন, এগুলো এখনই বন্ধ হওয়া উচিত। উল্লেখ্য, শুরুতে নানার চরিত্রে অভিনয় করতেন অমল বোস। নানা-নাতির চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর অমল বোস মারা গেলে নানির চরিত্র যুক্ত করা হয়।

নাতির মৃত্যু গুজব নিয়ে বললেন হানিফ সংকেত

ইত্যাদির নিয়মিত নানা-নাতি ও নানি-নাতি চরিত্র নিপু মারা গেছেন বলে গুজব রটেছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এ খবর। খবরটির সত্যতা নেই বলে জানিয়েছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিকল্পক হানিফ সংকেত। তিনি বললেন, ফেসবুকে কিছু মানুষ রয়েছে, যারা কিছু না বুঝেই উল্টা-পাল্টা খবর ছড়িয়ে থাকে। এভাবে নিজের পাবলিসিটি করে। এগুলো দিয়ে আবার ইউটিউবে কনটেন্ট বানায়। ভিউ কাড়ার ধান্দায় এরা এসব করে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলেই এগুলো একসময় বন্ধ হবে যাবে। হানিফ সংকেত বলেন, নায়ক রাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, ফারুক ও আলমগীরের মতো অভিনেতাকে নিয়েও মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আজম খান, আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোরকে নিয়েও মৃত্যুর গুজব হয়েছে। এই অপকর্মগুলো নিয়ে বেশি বেশি লেখালেখি করা দরকার। সরকারের যেসব সংস্থা রয়েছে, তাদেরও আরও সোচ্চার হওয়া উচিত। নিপু তিন দশক ধরে ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। তার পুরো নাম শওকত আলী তালুকদার। নিপু ১৯৯২ সালে ক্লাস ফাইভে পড়ার সময় থেকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নিয়মিত অভিনয়শিল্পী। নিপু রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকেন। শনিবার (১২ জুন) বিকেলে তিনি বললেন, গতকাল সন্ধ্যা থেকে মানুষ বাসায় আসতেছে। মা–বাবাকে জিজ্ঞাসা করছে, নিপু ভাইয়ের কী হয়েছে। হঠাৎ করে চারদিকে খবর হয়ে গেছে। সবাই আইস্যা আবার দেখতেছে, আমি বাসার নিচে বইস্যা চা খাইতেছি। কালকে থেকে আজ শনিবার পর্যন্ত ঘুমানোরও সুযোগ পাইনি। দুপুর আড়াইটার সময় সবাইরে বুঝায়ে আমি একটু ঘুমাইছিলাম। এর মধ্যে উঠে দেখি অসংখ্য ফোন। আমার খবর নিতে ফোন করছেন সবাই। ক্ষোভ নিয়ে নিপু বলেন, অসাধু পন্থা অবলম্বন করে মানুষের কাছে নিজের পরিচিতি পাওয়ার জন্য যারা এমন গুজব ছড়াচ্ছে, তাদের ব্যাপারে ঘৃণা জানানোর ভাষাও আমার জানা নেই।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন