Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আসছে দেবাশীষ বিশ্বাসের ‘হত্যা শেষে আত্মহত্যা’ 
Tuesday June 23, 2020 , 3:29 pm
Print this E-mail this

বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর দেশ-বিদেশে চলছে নানা আলোচনা

আসছে দেবাশীষ বিশ্বাসের ‘হত্যা শেষে আত্মহত্যা’


মুক্তখবর বিনোদন ডেস্ক : বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর দেশ-বিদেশে চলছে নানা আলোচনা। এই চিত্রনায়কের মৃত্যুতে প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনে। বলিউডে স্বজনপোষণ নিয়ে চলছে তুমুল তর্ক। এবার আত্মহত্যা নিয়ে একটি ডকু ফিল্ম নির্মাণ করলেন বাংলাদেশের চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস। দেবাশীষের ভাবনা, চিত্রনাট্য, প্রযোজনা ও সার্বিক তত্ত্বাবধানে ছবিটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। চলতি সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন দেবাশীষ বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার মনে হয়েছে, সুশান্তের সঙ্গে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। তবে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ডকু ফিল্মটি তৈরি হয়েছে, বিষয়টি এমন নয়। ডিপ্রেশন থেকে মানুষ যে কী ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে, হাসিখুশি একজন মানুষও যে পৃথিবী থেকে চলে যেতে পারে… ডিপ্রেশন আসলে যে কারণে হয়… আমাদের দেশে একটু কম হলেও ভারত বা বহির্বিশ্বে সেটা একটু বেশিই হচ্ছে। সে বিষয়গুলো আমি এই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ দেবাশীষ বলেন, ‘সুশান্ত বর্তমান সময়ের ক্রেজ, তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তাঁর মতো মানুষ কীভাবে আত্মহত্যা করে! এই বিষয়টি আমার ভাবনায় আসার পর সেটি নিয়ে চিত্রনাট্য তৈরি করি, নিজে প্রযোজনা করি, আমার সার্বিক তত্ত্বাবধানে এটি নির্মাণ হয়েছে। আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেন জীবন শাহাদাৎ, তাঁকে দিয়েই আমি এটি পরিচালনা করিয়েছি। এরই মধ্যে কাজ শেষ হয়েছে। এখন পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। চলতি সপ্তাহেই এটি আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’

দেবাশীষ বিশ্বাস আরো বলেন, “আমি এর আগে করোনা নিয়ে কাজ করেছি। এখন এমন একটি বিষয় নিয়ে কাজ করলাম। আমি চেষ্টা করছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিছু করতে। এটির দৈর্ঘ্য হচ্ছে ২০ মিনিট। নাম দিয়েছি ‘হত্যা শেষে আত্মহত্যা’। ডকু ফিল্মটি ভয়েজওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে নির্মাণ হয়েছে।” একুশে টেলিভিশনের ‘পথের প্যাঁচালী’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পান উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেলেও দেবাশীষ এখন চলচ্চিত্র নির্মাতা হিসেবে অধিক পরিচিত। ২০০২ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। তখনকার তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনুরের ছবিটি সুপার-ডুপার হিট হয়েছিল। বর্তমানে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় ছবিটি।

সূত্র : এন টিভি অনলাইন




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি