Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৯, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা : তদন্তের স্বার্থে মিন্নির জবানবন্দি নেয়া হচ্ছে-পুলিশ সুপার 
Tuesday July 16, 2019 , 7:20 pm
Print this E-mail this

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা : তদন্তের স্বার্থে মিন্নির জবানবন্দি নেয়া হচ্ছে-পুলিশ সুপার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। ১৬ জুলাই দুপুর ১টায় জেলার পুলিশ সুপার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, মিন্নিকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি। আসামীদের চিহ্নিত করার জন্য তাকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাতের স্ত্রী মিন্নি হত্যা মামলার প্রধান সাক্ষী। তার সামনেই ঘটনা ঘটেছে। সে জন্য তার মাধ্যমে আসামিদের সনাক্ত ও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্বিক বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কতক্ষণনাগাদ মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হবে বা এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কোন তথ্য বেরিয়ে আসছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন বলেন, এ বিষয়ে আমরা এই মুহুর্তে কিছু বলতে চাচ্ছি না। সেরকম কিছু জানাগেলে সেটা মিডিয়াকে অবহিত করা হবে। তাছাড়া মিন্নি’র পরিবারের লোকেদেরও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। এর আগে রিফাত শরীফ হত্যার ঘটনায় আলোচনার শীর্ষে থাকা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে মঙ্গলবার সকাল ৯টায় বরগুনা পৌরসভার মাইঠা এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়। তবে তার আগে থেকেই পুলিশি নজরদারীতে ছিলেন মিন্নি। উল্লেখ্য, গত ২৬ জুলাই প্রকাশ্য দিবালকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে হত্যা করা হয় তার স্বামী কলেজ ছাত্র রিফাত শরীফকে। এই ঘটনার কদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ভিডিও ভাইরাল হয়। এর পর থেকেই রিফাত হত্যার সাথে মিন্নি’র জড়িত থাকার অভিযোগ তোলা হয়।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা