Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমার দোষ হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গেছি : ভাবনা 
Wednesday April 7, 2021 , 3:37 pm
Print this E-mail this

ভাইরাল হওয়া এই ছবিগুলো নজরে এসেছে এই অভিনেত্রীরও

আমার দোষ হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গেছি : ভাবনা


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলো বইমেলায় কোনো একজন তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভাইরাল হওয়া এই ছবিগুলো নজরে এসেছে এই অভিনেত্রীরও। এর প্রতিবাদ জানিয়ে ভাবনা এক ফেসবুক পোস্টে জানান, ‘আমার দোষ আমি হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি? সত্যি! আমাদের নানি-দাদিরা এখনো হাতাকাটা ব্লাউজ পরে থাকেন। এই ছবিটি সবাই পোস্ট করছে, আমাকে নিয়ে বাজে কথা লিখছে। অশ্লীল বলছে! যারা পোস্ট করে বাজে লিখছে তারা বেশিরভাগ পুরুষ। সব পুরুষকে খারাপ বলব কী করে, আমার বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কী পোশাক পরা উচিত? আমি কী পরব? আমরা নারীরা কি পরব তা ঠিক করবেন আপনি? আমার সত্যি কিছু বলার নেই।’ সবশেষে তিনি লিখেছেন, ‘গত তিন-চার দিন ধরে আমি বিরক্ত খুবই এবং হতাশ। আমরা আসলেই কি নারীর সম্মান কখনই দিতে পারব না?’ ভাবনা বলেন, ‘একটি শ্রেণি সারা দিন ফেসবুকে পড়ে থাকে শুধু মেয়েদের ছবির নিচে বাজে মন্তব্য করার জন্য। এদের কাজ নেই। সারা দিন এরা ওঁৎ পেতে থাকে কখন মেয়েরা ছবি পোস্ট করবে আর সেখানে তারা বাজে মন্তব্য করবে। এরা নিম্ন মানসিকতার। এদের মন্তব্য আমি দেখি না। কিন্তু দিনশেষে আমিও তো মানুষ, আমারও তো পরিবার আছে, কত সহ্য করা যায় এসব। এসব নিম্ন মানসিকতার মানুষদের চিকিৎসা করা উচিত। এদের চিকিৎসা হলো শাস্তি।’ এদিকে, চলতি বছর বইমেলায় ভাবনার ‘গোলাপি জমিন’ নামের একটি উপন্যাস ও ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’ শিরোনামের একটি কবিতার বই প্রকাশ হয়েছে। এই দুই বইয়ের জন্যই মেলায় গিয়েছিলেন ভাবনা। আর পাঠক ও ভক্তদের দিয়েছেন অটোগ্রাফ। ভাইরাল হওয়ার ছবিগুলো ওই মুহূর্তেরই।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন