Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ৩:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘বাবা’ মানে কি? আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী – দেবাশীষ বিশ্বাস 
Sunday July 12, 2020 , 7:43 pm
Print this E-mail this

আজ দীলিপ বিশ্বাস এর ১৬তম মৃত্যুবার্ষিকী, ২০০৪ সালের ১২ই জুলাই দেহত্যাগ করেন এই বহুমুখী প্রতিভাধর নির্মাতা

‘বাবা’ মানে কি? আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী – দেবাশীষ বিশ্বাস


‘বাবা’ মানে কি?

বাবা মানে, শত আবদারের এক অদ্ভুত ভান্ডার! বাবা মানে, ‘চিন্তা কিসের? আমি আছি না!’ বাবা মানে, শাসন শেষে অশেষ আদর! বাবা মানে, নিজের কষ্ট হলেও তা বুঝতে না দিয়ে সন্তানকে খুশী রাখা! বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া!

বাবা মানে, সকল গল্পের পর্দার আড়ালে থাকা একজন মহানায়ক! আমার কাছে বাবা মানে গোটা পৃথিবী! আমার কাছে বাবা মানে পৃথিবীতে আমার অস্তিত্ব! আমার কাছে বাবা মানে আকাশ সমান অনুভূতির নাম!

আজ ১৪ বছর হয়ে গেল, আমার সেই আকাশটা নেই! শুধু অনুভূতিটাই রয়ে গেছে একলা, একাকী! সেটাকে সঙ্গী করেই চলেছি, চলছি!

বাবা, ও বাবা, একটু চেষ্টা করে দেখো না, স্বর্গ থেকে ভগবানের বিশেষ অনুমতি নিয়ে একটিবার এই পৃথিবীতে আসা যায় কিনা!

তোমার গোলাপী রঙের পা দুখানা একটু ছুঁয়ে দেখতাম! সারাজীবন আমার সব আবদার ই তো রক্ষা করলে! শেষ এই আবদারটা একটু রাখবে না?

কথাগুলো বলছিলেন প্রয়াত জনপ্রিয় পরিচালক সুস্থ্যধারার বাণিজ্যিসফল চলচ্চিত্রের বরপুত্র –


চলচ্চিত্রের এক আদর্শপুরুষ, বরেণ্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, গায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার প্রয়াত দীলিপ বিশ্বাস এর ছেলে জনপ্রিয় উপস্থাপক পরিচালক দেবাশীষ বিশ্বাস।

 

আজ দীলিপ বিশ্বাস এর ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১২ই জুলাই দেহত্যাগ করেন এই বহুমুখী প্রতিভাধর নির্মাতা।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং মহাসচিব গভীরভাবে স্বরণ এবং শোক প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র ক্যামেরাম্যান সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিসহ চলচ্চিত্র সকল সংগঠনগুলো স্বরণ করছেন।

 

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি