Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আফজাল হোসেনের ৬৯তম জন্মদিন আজ 
Wednesday July 19, 2023 , 3:19 pm
Print this E-mail this

২০২২ সালে একুশে পদক পান এই গুণী অভিনেতা

আফজাল হোসেনের ৬৯তম জন্মদিন আজ


মুক্তখবর বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। গুণী এ অভিনেতার ৬৯তম জন্মদিন বুধবার (১৯ জুলাই)। ১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। বিশেষ দিনটি নিয়ে বরেণ্য অভিনেতা এ অভিনেতার ভাষ্য-সত্যি বলতে নিজের জন্মদিন নিয়ে বেশি কিছু আকাংখা আমার কখনই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটিকে উদযাপন করার চেষ্টা করেন। আর বয়স নিয়ে আমি কখনই চিন্তা করি না, কত হলো না হলো। সবাই দোয়া করবেন আমার জন্য। ইতোমধ্যেই সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘অপরাজেয়’ সিনেমার কাজ শেষ করেছেন আফজাল হোসেন। দুটি সিনেমায়ই তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘যাপিত জীবন’-এ তার বিপরীতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী এবং ‘অপরাজেয়’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দীপা খন্দকার। এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে আফজাল হোসেন অনেক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করেছেন। নাম ‘মানিকের লাল কাঁকড়া’। ইতোমধ্যে কাজও শেষ। সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও সোহানা সাবা। এর বাইরে চলচ্চিত্র ‘ওয়ান ইলেভেন’র গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত। এর গল্প হুমায়ুন কবির বিশ্বাসের। সংলাপ মোজাফফর হোসেনের। আর চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মতিয়া বানু শুকু। প্রসঙ্গত, টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ তার। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। ১৯৮০ সালে প্রচারিত ‘রক্তের আঙ্গুরলতা’ টেলিভিশন নাটকে তিনি নিয়ে আসেন নতুন ধারা, নতুন ভাবনা। ‘পারলে না রুমকি’ নাটকটি বিটিভির নাটকের ক্ষেত্রে মাইলফলক হয়ে আছে আজও। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে শিল্প পর্যায়ে উন্নীত করেছেন এই তারকা। একটি পণ্যকে ভোক্তার কাছে উপস্থাপন করার যে পথ তিনি দেখিয়েছেন, সে পথ ধরেই বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের আজ এত দূর এগিয়ে আসা। শিল্পকলার অভিনয় শাখায় অবদানের জন্য আফজাল হোসেন ২০২২ সালে একুশে পদক লাভ করেন। আফজাল হোসেন নিজেও জানতেন তার জন্মদিন ২৭ মার্চ। তার পড়াশোনার সব সনদপত্রে সেটাই উল্লেখ ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সত্যটি জানা গেল। প্রয়াত বাবার একটি লেখা থেকে আফজাল জানতে পারেন, তার প্রকৃত জন্মদিন ১৯ জুলাই। শুধু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেননি আফজাল হোসেন। তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’ এবং ‘পালাবি কোথায়’ সিনেমাগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। অভিনয় নয়, চিরতরুণ এই অভিনেতার রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় রয়েছেন আফজাল হোসেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ