Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আনসার ও ভিডিপিতে বরিশালে দুই নারীর পদোন্নতি 
Thursday December 30, 2021 , 7:40 pm
Print this E-mail this

ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ তাদের

আনসার ও ভিডিপিতে বরিশালে দুই নারীর পদোন্নতি


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আনসার ও ভিডিপিতে দীর্ঘদিন থেকে সুনামের সাথে কৃতিত্ব অর্জন করা বরিশাল জেলার গৌরনদী উপজেলার দুই মেয়ে অবশেষে তাদের কাজের স্বীকৃতি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাদের এ কৃতিত্বের পর পৃথকভাবে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে আসছে। দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আনসার ও ভিডিপি’র সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভবিষ্যতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে। অতীতকাজের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করায় তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আনসার ও ভিডিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সূত্রমতে, গৌরনদী উপজেলায় দীর্ঘদিন সুনামের সাথে ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন উত্তর পালরদী গ্রামের বাসিন্দা মরিয়ম আক্তার। অতীতকাজের স্বীকৃতি হিসেবে তিনি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সার্কেল এ্যাডজুট্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।অপরদিকে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা বাবুগঞ্জ উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক নাহিদা রহমানও একইপদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পদোন্নতি পাওয়া মরিয়ম আক্তার ও নাহিদা রহমান।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন