Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অস্ট্রেলিয়ায় কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই 
Friday March 4, 2022 , 8:26 pm
Print this E-mail this

ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন

অস্ট্রেলিয়ায় কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বয়সী সাবেক এই কৃতি ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে তিনি মারা গেছেন। শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি স্থানীয় সময় শনিবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, শেনকে তাঁর ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর পরিবার এই সময়ে গোপনীয়তার অনুরোধ করেছে এবং যথাসময়ে আরও বিস্তারিত জানানো হবে। শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তাঁর চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন। মাত্র চারদিন আগেই নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন ওয়ার্ন। সেটি হলো ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হওয়া। অ্যাশেজে অস্ট্রেলিয়ার হাতে ইংল্যান্ড দলের ভরাডুবি হওয়ার পর  চাকরি হারান ইংলিশ প্রধান কোচ ক্রিস সিলভারউড। এরপর আলোচনা চলছিল সিলভারউডের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে। এই আলোচনায় নাম ছিল শেন ওয়ার্নেরও। স্কাই স্পোর্টসকে মাত্র চারদিন আগে দেওয়া এক সাক্ষাতকারে ওয়ার্ন জানিয়েছিলেন, ইংল্যান্ড দলের দায়িত্ব পেলে বেশ খুশিই হবেন তিনি। এ ব্যাপারে ওয়ার্ন বলেছিলেন, আমি এটি (ইংল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া) করতে চাই। ইংল্যান্ড দলের কোচ হওয়ার জন্য এটি দুর্দান্ত সময়। তিনি আরও বলেছিলেন, আমি মনে করি এটি অসাধারণ একটি কাজ হবে। এখানে অনেকের সঙ্গে কাজ করা যাবে। ইংল্যান্ড দলে অনেক ভালো খেলোয়াড় আছে। যদিও শেন ওয়ার্ন ইংল্যান্ড দলের কোচ হওয়ার জন্য অনেক আগ্রহী ছিলেন। কিন্তু তিনি স্কাই স্পোর্টসের সঙ্গে জানিয়েছিলেন সদ্যই পদত্যাগ করা অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারই ইংলিশদের জন্য সবচেয়ে যোগ্য কোচ হবেন।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ