|
জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি
অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের দায়িত্ব : জহির উদ্দিন স্বপন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের মূল দায়িত্ব। বরিশালের গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যদের সাথে রবিবার উপজেলার সরিকলস্থ নিজ বাসভবনে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন-গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে।

প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছান উল্লাহ, বিশ্বজিত সরকার বিপ্লব, সহ-সভাপতি এম আলম, সাবেক সহসভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।
Post Views: ০
|
|