Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৮:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অতিরিক্ত ফি কমানোর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 
Thursday November 10, 2022 , 2:38 pm
Print this E-mail this

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা শিক্ষার্থীদের

অতিরিক্ত ফি কমানোর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরনের অতিরিক্ত ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সকালে এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে তারা। পরে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায়, গত বছর স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ফরম পূরণের অতিরিক্ত ফি ধার্য করা হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন করলে তা কর্তৃপক্ষ ৬০০টাকা করে ফি কমিয়ে দেয়। এবারও ফরম পূরণে ৬০০টাকা অতিরিক্ত ফি ধার্য করে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (নভেম্বর ১০) সকাল ১১টায় ক্যাম্পাসের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানানো হয়। দুপুর দেড়টা শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছিলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলেছে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। অতিরিক্ত ফি মওকুফ নয়, করোনাকালে স্থগিত করা হয়েছিল। সেটাই এখন ধার্য করা হয়েছে। বিএম কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, তাদের দাবী মেনে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবরোধের সৃষ্টি করে। পরে তাদের দাবী মেনে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। নগরী ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ