মূলত করোনা নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই ভিডিওটি বানিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
অঙ্কুশকে ঝাঁটা দিয়ে পেটালেন ঐন্দ্রিলা!
মুক্তখবর বিনোদন ডেস্ক : বিছানায় বসে বসে দিব্যি মোবাইল ঘাঁটছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। হঠাৎই ‘শাহরুখ’-এর ‘বাজিগর’-এর ‘ধক ধক ধরকতা হ্যায় ইয়ে দিল’ গান করতে করতে উপস্থিত। প্রথমটা গানের দ্বিতীয় লাইন গেয়েই অঙ্কুশকে উত্তর দিলেন ঐন্দ্রিলা। তার পর অঙ্কুশ বললেন ‘পাশ আও বাতা দু’। ওমনি ভয় পেয়ে গেলেন ঐন্দ্রিলা। বললেন… ‘না , বাবা ডর লগ রাহা হ্যায়’। ঐন্দ্রিলার সেনের সঙ্গে মিলে এমনই একটি মজার ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন অঙ্কুশ। তবে ভিডিওটা যে মজা করে বানানো, তা নয়। মূলত করোনা নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই ভিডিওটি বানিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ভিডিওতে অঙ্কুশ, ঐন্দ্রিলার পাশে আসতে চাইলে তাঁকে ‘খালপাড়ের শাহরুখ খান’ বলে ঝাঁটাপেটা করতে শুরু করেন ঐন্দ্রিলা। এ সময় ঐন্দ্রিলা বলেন, ‘বলি আমার যদি করোনা হয় কে দেখবে?’ আর এই বলেই ঝাঁটা দিয়ে পেটাতে পেটাতে অঙ্কুশকে ঘর থেকে বের করে দেন ঐন্দ্রিলা। করোনা প্রকোপ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া যে আর উপায় নেই, সেই বার্তাই এই ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।