Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২২, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামের বিশেষ এই নিলামে এবার অংশ নিচ্ছেন দেশের একঝাঁক শিল্পী 
Wednesday April 29, 2020 , 1:09 am
Print this E-mail this

ইতিমধ্যে নিজের প্রিয় ব্যাটটি নিলামে ২০ লাখ টাকা বিক্রি করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান

‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামের বিশেষ এই নিলামে এবার অংশ নিচ্ছেন দেশের একঝাঁক শিল্পী


শিমুল আহমেদ : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাটটি নিলামে ২০ লাখ টাকা বিক্রি করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো অর্থই তিনি ব্যয় করেছেন করোনায় দুর্দশাগ্রস্তদের কল্যাণে। ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামের বিশেষ এই নিলামে ইতিমধ্যেই অংশ নিয়েছেন সংগীতশিল্পী তাহসান খানও। তিনি নিলামে তুলেছেন তার ‘কথোপকথন’ অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি। সঙ্গে থাকছে ১৬ বছর ধরে যত্নে রাখা ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও। তারই ধারাবাহিকতায় এবার ‘অকশন ফর অ্যাকশন’র হয়ে নিলামে উঠতে যাচ্ছে দেশের জনপ্রিয় বেশ ক’জন শিল্পীর ব্যবহৃত জিনিসপত্র। এই তালিকায় আছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি, আসাদুজ্জামান নূর, আলী যাকের, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ব্যান্ড তারকা জেমস, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, চিত্রনায়ক অনন্ত জলিল, আরিফিন শুভ, মাইলস ব্যান্ড, মাকসুদুল হক, ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তজা, লিটন দাসসহ অনেকে। ‘অকশন ফর অ্যাকশন’র অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা বলেন, ‘করোনা দুর্যোগে অসহায়দের সহায়তা করার লক্ষ্য নিয়ে এই আয়োজন শুরু হয়। আমরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় ও গুণী তারকাদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। নিলামে অংশ নেওয়া শিল্পী তার অর্থ পুরোটাই করোনা দুস্থদের সহায়তায় সংগঠনগুলোর হাতে তুলে দেন।’ তিনি আরও জানান, আজ রাতে তাহসানের ‘কথোপকথন’ অ্যালবামটির মূল মাস্টার কপির নিলাম অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে নিলামে আসছে-কবি নির্মলেন্দু গুণের নিজের হাতে লেখা কবিতার পৃষ্ঠা, প্রায়াত গুণী অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমাটি, মাশরাফি বিন মর্তুজার ১৬ বছরের খেলার পথের কোনো এক সঙ্গী, এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডের সময় পড়া অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, তাসকিনের শ্রীলংকার বিপক্ষে হ্যাট্রিক করা বল, চিরকুট ব্যান্ডের গায়ক সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার ও ড্রামার পাভেলের ড্রামস কিট, লিটন দাসের এশিয়া কাপে ১১৭ বলে ১২১ করা সেই ব্যাটটা, সৌম্য সরকারের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট, তাসকিনের হ্যাট্রিক করা বল, সাইফ উদ্দিনের প্রিয় বল, এনামুল হক বিজয়ের সেঞ্চুরি করা ব্যাট, কিংবদন্তি ফুটবলার মোমেন মুন্নার ১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ডকাপের চ্যাম্পিয়ন জার্সিসহ আরও অনেক কিছু। এছাড়াও এই আয়োজনে থাকছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো ছবিতে অভিনয়ের সুযোগ, বাকের ভাইয়ের সঙ্গে ‘হাওয়ামে উড়তা যায়ে’ গান শুনতে শুনতে আপনার চায়ের দোকানে আড্ডা, মাইলস ব্যান্ডের সদস্যদের সঙ্গে ছবি তোলা, মোশাররফ করিমকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়া ইত্যাদি।

সূত্র : দৈনিক আমাদের সময়




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা