Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৩, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক কাফি খান আর নেই 
Friday July 2, 2021 , 9:04 pm
Print this E-mail this

তাঁর বয়স হয়েছিল ৯২ বছর, তিনি দীর্ঘদিন প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন

ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক কাফি খান আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক সংবাদ পাঠক কাফি খান যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, কাফি খান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার বিকালে কাফি খান মারা যান। তিনি দীর্ঘদিন প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে কাফি খান দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকাতে যোগ দেন এবং ১৯৭৭ সালে জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি নিযুক্ত হন। জিয়াউর রহমানকে হত্যা করার পর কাফি খান আবার ভয়েস অব আমেরিকাতে যোগ দেন এবং ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন। ৬০ এর দশকে তিনি মঞ্চনাটকে অভিনয় ছাড়াও ঢাকার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাফি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনসহ সবখানেই অসামান্য প্রতিভা তাঁকে এক স্বতন্ত্র মাত্রা দান করেছিল। বিচক্ষণতা ও সফলতার সঙ্গে কাফি খান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারির গুরু দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যম ও সাংবাদিকদের নিবিড় যোগাযোগ ও সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন।’ ভয়েস অব আমেরিকার একটি খবরে বলা হয়েছে, কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে যান। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয়বার ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। এতে আরও বলা হয়, ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অব আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি তদানীন্তন ইউনাইটেড স্টেট ইনফরমেশন অ্যাজেন্সিতে (ইউএসআইএ) কাজ করেছেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু