Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী বন্যা চিকিৎসক হতে চায় 
Tuesday February 13, 2018 , 7:45 pm
Print this E-mail this

চিকিৎসক হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে চায় সে

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী বন্যা চিকিৎসক হতে চায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি কীর্ত্তিপাশা নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবি ছাত্রী রাধা রাণী বন্যা ২০১৮ সালে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করে। বন্যা ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা গ্রামের শিক্ষক নিরোদ চন্দ্র বেপারী ও বেবী মজুমদারের মেয়ে। সে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। বন্যা উপজেলা, জেলা ও বিভাগীয় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে। সে ২০১৫ সালে প্রাথমিক পর্যায়ে শাপলা অ্যাওয়ার্ড, অংক ও দৌঁড় প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছে। ২০১৬ সালে কাব শিশু হিসেবে সরকারিভাবে ভারত সফর করেছে সে। বন্যার বাবা শিক্ষক নিরোদ চন্দ্র বেপারী বলেন- কীর্ত্তিপাশা নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরণ হালদারের তত্ত্বাবধায়নে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয়ে কৃতিত্ব অর্জন করে আসছে। সে ভালো কবিতা লিখেও সুনাম অর্জন করেছে। নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও অংকনেও সে প্রশংসা কুড়িয়েছে। বন্যা জানায়, সব সাফল্যের পেছনে তার বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের অবদান রয়েছে। সে বড় হয়ে চিকিৎসক হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে চায়।




Archives
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ