Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
Saturday January 21, 2023 , 3:21 pm
Print this E-mail this

৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে মামলা দায়ের

বরিশালে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাউনিয়ায় শ্রমিক ফ্রন্টের ৫ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচীর আয়োজন করে তারা। সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও আইউব আলী প্রমুখ। বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারী শ্রমিক ফ্রন্ট ও সংগ্রাম পরিষদের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শ্রমিক ফ্রন্টের ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করে।বক্তারা দায়েরকৃত ওই মামলা মিথ্যা দাবি করে ওই মামলা থেকে সকলকে অব্যাহতি এবং গ্রেফতারকৃতের মুক্তির দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা